শিরোনাম
জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগ শিগগিরই
বিস্তারিত
নাগরিকরা জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন, সংযোজন বা বাদ দেয়ার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম।

তিনি বলেন, উপজেলা ও জেলা অফিসে নাগরিকরা তাদের জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন ও তথ্য সংশোধনের সুযোগ পাবেন। আগামী ২৬ মার্চ জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে নতুন স্মার্ট কার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে শিগগিরই জাতীয় পরিচয়পত্রের সংশোধনের কাজ শুরু হচ্ছে।
রোববার দুপুরে মিডিয়া সেন্টারে ভোটারদের স্মার্ট কার্ডের অগ্রগতি বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্বাচন কমিশন।
এ সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, অতিরিক্ত সচিব মুখলেসুর রহমান, জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
সিরাজুল ইসলাম বলেন, সংশোধন প্রক্রিয়াটি অনলাইনে হওয়ায় বিড়ম্বনা এড়ানো যাবে। নতুন এ কার্ডটি জাল করা সম্ভব হবে না। প্রতিটি ক্ষেত্রে এখনও জাতীয় পরিচয় পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হয়নি বলেও জানান তিনি।
সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বলেন, আধুনিক প্রযুক্তিতে তৈরি মাইক্রোচিপস সংবলিত স্মার্ট কার্ড ভবিষ্যতে ই-পাসপোর্ট হিসেবে ব্যবহৃত হবে