Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন সমাজসেবা অফিস

            

 

  

  

  

  

  

 

  

  

  

  

  

  

ক্রমিক নং নাম পদবী মোবাইল মন্তব্য  
০১ মোঃ আনোয়ার মিয়া

ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা

রানীগঞ্জ ইউ,পি

উপজেলাঃ জগন্নাথপুর, জেলাঃ সুনামগঞ্জ।

01688073925

01751559485

   
           

ইউনিয়ন সমাজ সেবা অফিস ইউনিয়নের বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে থাকে। এ অফিসটি উপজেলা সমাজ সেবা অফিসে অবস্থিত।

কি কি সেবা পাবেন?

১. বয়স্ক ভাতা

২. বিধবা ভাতা ও স্বামী পরিত্যাক্ত ভাতা

৩. মুক্তিযোদ্ধা ভাতা

৪. প্রতিবন্ধি ভাতা

৫. সমাজসেবা মূলক নিবন্ধন

 

 

প্রথম ধাপ

সরকারের বরাদ্দ ঘোষণা

দুঃস্থ ও বয়ষ্ক মানুষদের আর্থিক ভাবে সহায়তা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে জেলা ভিত্তিক অর্থ বরাদ্দ দেয়া হয়। উপজেলা সমাজ সেবা অফিস হতে উপ বরাদ্দ পত্রের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে বিষয়টি অবহিত করা হয়। এই পত্রের মাধ্যমে কতজনকে বয়ষ্ক ভাতা দেয়া হবে তা উল্লেখ থাকে। 

 

দ্বিতীয় ধাপ

দুঃস্থ মানুষদের তালিকা প্রস্তুত

উপ বরাদ্দের চিঠি পাওয়ার পর চেয়ারম্যান মহোদয় এ বিষয়ে একটি বিশেষ সভা আহবান করেন। সভায় জনপ্রতিনিধিদের কোটা নির্ধারন করা হয়। নির্ধারিত কোটা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জনপ্রতিনিধিগনকে তাদের নিজ নিজ এলাকার বয়ষ্ক ভাতা, বিধবা পাওয়ার উপযোগী মানুষের তালিকা দিতে বলা হয়। জনপ্রতিনিধিগন তাদের নিজ নিজ এলাকার এরকম মানুষদের চিহ্নিত ও তালিকা প্রস্তুত করে নির্ধারিত দিনের মধ্যে ডেসপাসে জমা দেন।

 

তৃতীয় ধাপ

তালিকা চুড়ান্তকরণ

সম্পুর্ণ তালিকা পাওয়ার পর প্রতিটি ওয়ার্ড কমিটির সভা আহবান করা হয়। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে সভাপতি করে ৫ / ৭ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠিত হয়। সভায় যাঁচাই- বাছাই সম্পন্ন হওয়ার পর তালিকা চুড়ান্ত করা হয়। এরপর, তালিকাটি উপজেলা সমাজ সেবা অফিসে পাঠিয়ে দেয়া হয়।