Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
৪ তারিখের এসএসসি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি
বিস্তারিত

হরতাল-অবরোধ কর্মসূচির কারণে ২য় বারের মতো এসএসসি-সমমান পরীক্ষা পেছানো হয়েছে। ৪ ফেব্রুয়ারির পরীক্ষা ৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি’ ২০১৫) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

১৫ লাখ পরীক্ষার্থীর নিরাপত্তাকে অগ্রাধিকার বিবেচনায় পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেয়া হয়। ২ তারিখের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই হিসেবে ৪ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ওই দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা

 

সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

ছবি
ডাউনলোড