Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উদ্যোক্তা হওয়ার আহবান প্রধানমন্ত্রীর
বিস্তারিত

   চাকুরির জন্য কারও কাছে ধর্ণা না দিয়ে তরুণদের নিজে উদ্যোগ নিতে আহবানজানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় প্যারেড গ্রাউন্ডেইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের সম্মেলনে হাজারো ডিজিটালউদ্যোক্তাদের উপস্থিতিতে তিনি এ আহবান জানান।

তরুন এসব উদ্যোক্তাদেরসম্মেলনে শেখ হাসিনা বলেন, “আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চা।কারও মুখাপেক্ষী হতে চাই না। এ জন্য লেখাপড়া শেষ করে তরুণদের চাকরির জন্যঅন্যের দরজায় দরজায় না ঘুরে নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে উদ্যোগে নামতে হবে। এজন্য প্রয়োজন আত্মবিশ্বাস আর পরিশ্রম।”

প্রধানমন্ত্রী বলেন, একজনউদ্যোগ নিলে আরও ১০ জনের কর্মসংস্থান হবে। তাই তরুণদের চাকরি না খুঁজেচাকরি দেবার চিন্তা মাথায় নিয়ে এগুতে হবে।

এসব উদ্যোগ নেবার জন্যসরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা পুর্নব্যক্ত করেন শেখহাসিনা। তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করে সরকার তরুণদের বিনাজামানতে ১ লাখ টাকা ঋণ দিচ্ছে। অতি শিগগির ঋণের পরিমাণ দুই লাখে উন্নীতকরার ঘোষণা দেন তিনি।

PM_2 new