আগামী ১৬-২২ ডিসেম্বর ২০১৪খ্রীঃ টানা ৬দিন অন্ধকারে থাকবে পৃথিবী। সৌর ঝড় এর কবলে কারণে ১৬ থেকে ২২ ডিসেম্বর টানা ছয় দিন ধুলা ও গ্রহাণু সূর্যকে আড়াল করে রাখবে। তখন ৯০ শতাংশ অন্ধকার হয়ে থাকবে পৃথিবী। বিনোদনবিষয়ক ওয়েবসাইট হুজলার্স ডটকম ‘নাসা কনফার্মস আর্থ উইল এক্সপেরিয়েন্স সিক্স ডেজ অব টোটাল ডার্কনেস ইন ডিসেম্বর-২০১৪’ শীর্ষক প্রতিবেদনে এমনটিই জানিয়েছিল। অনলাইনের বদৌলতে মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়ে বিশ্বে। এতে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। কিন্তু যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা বলছে, এ খবর শুধুই গুজব। নাসা নিশ্চিত করে জানিয়েছে, তারা ওয়েবসাইটে কিংবা আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো তথ্য কখনও প্রকাশ করেনি। এমন কোনো ঘটনা ঘটার কোনো তথ্যও নেই তাদের কাছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস