Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বেতন বাড়লো গ্রাম পুলিশের
বিস্তারিত

গ্রাম পুলিশদের ৬০ শতাংশ বেতন বেড়েছে। এতে একজন দফাদারের মাসিক বেতন ২১শ` টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪শ` টাকা এবং মহল্লাদারের বেতন ১৯শ` টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার টাকা। জুলাই থেকে তাদের এই বেতন কার্যকর হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

সূত্র জানায়, তাদের বেতনের বাইরেও আনা হচ্ছে পোশাক সরবরাহে ব্যাপক পরিবর্তন। বাড়ছে সদস্যের সংখ্যাও। কাজের পরিধিও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে। ইতিমধ্যে এ বিষয়গুলো স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে শক্তিশালী করা হচ্ছে। গ্রাম পুলিশ শক্তিশালী হলে গ্রামে অপরাধ অনেকাংশে কমে যাবে। গ্রাম পুলিশের পোশাক ও সরঞ্জামাদি সরবরাহে পরিবর্তন আনা হচ্ছে। তারা বছরে তিনবার তাদের নির্ধারিত পোশাক পাবেন। তারা সঠিক

সময়ে এগুলো পাবেন। পাশাপাশি বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে তাদের বেতন বাড়ানো হয়েছে।

গত কয়েক বছর ধরে গ্রাম পুলিশ কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধি দাবি করে আসছেন। গত মাসে তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বেতন বাড়ানোসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে তাদের বেতন বাড়ানোর কথা বলেন। অবশেষে তাদের বেতন ৬০ শতাংশ বাড়লো। তাদের বেতনের টাকা অর্ধেক সরকার দেবে আর বাকি অর্ধেক দেওয়া হবে ইউনিয়ন পরিষদ থেকে।

 

 

সূত্রঃ-

JagoNews24 Logo