Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২৫ অ্যাপে হাতের মুঠোয় যেসব সরকারি সেবা
বিস্তারিত

জনগণের আরও কাছে পৌঁছাতে সরকার মোবাইল ফোন বিশেষ করে স্মার্ট ফোনকে কার্যকর হাতিয়ারে পরিণত করতে চায়। এরই অংশ হিসাবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সেবাকে হাতের মুঠোয় আনতে ১০০টি অ্যাপ তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এরমধ্যে ২৫ টি অ্যাপ বুধবার উম্মুক্ত করা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়ামে প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক অ্যাপগুলো উদ্বোধন করেন।

এখন থেকে যে কেউ এসব অ্যাপ গুগল প্লে স্টোর অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

এবার দেখে নেওয়া যাক এসব অ্যাপে কি কি সরকারি সেবা হাতের মুঠোয় আসছে। ঘরে বসে কিংবা চলতি পথেই কোন সেবাগুলো পেতে মোবাইল ফোনেই প্রক্রিয়া শুরু করা যাবে।

১. অ্যাপ তথ্য অধিকার আইন
তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করে জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠিত করতে সরকারের তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পূর্ণ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে এ অ্যাপে। সেইসাথে কিভাবে তথ্য চাইতে হবে তার প্রক্রিয়া এবং তথ্য প্রাপ্তির বিভিন্ন আবেদন ফরম ডাউনলোডের সুযোগ আছে এতে।

পরবর্তী যোগযোগের জন্য রয়েছে এ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তথ্য কমিশনের ঠিকানা, ফোন নাম্বার এবং জিআইএস ম্যাপে এ প্রতিষ্ঠানটির অবস্থান।

২. অ্যাপ ড্রাইভিং লাইসেন্স
ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি এবং বিভিন্ন মোটরযান নিবন্ধনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে এতে। এ জন্য অ্যাপটি ব্যবহার করে ডাউনলোড করা যাবে প্রয়োজনীয় আবেদন ফরম।

সঙ্গে পাওয়া যাবে জেলাভিত্তিক তালিকা অনুযায়ী কোন ব্যাংকের কোন শাখাসমূহে লাইসেন্স ও নিবন্ধন ফি জমা নেয়া হয় তার ঠিকানা।

অ্যাপটি থেকে জানা যাবে রাস্তায় দেখতে পাওয়া নানা ধরণের ট্রাফিক সাইনের অর্থ এবং নির্দেশনাসমূহ। সবশেষে ই-ট্র্যাকিং নম্বর ইনপুট করে প্রদানকৃত ফি জমা হয়েছে কিনা তাও নিশ্চিত করা যাবে।

৩. অ্যাপ বিএইচবিএফসি লোন ক্যালকুলেটর
এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) থেকে প্রদেয় সাধারণ ঋণ ও ফ্ল্যাট ঋণ সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করা যাবে। পাওয়া যাবে ঋণ প্রাপ্তির আবেদন ফরম এবং এর সঙ্গে সংযুক্ত দলিলপত্রের তালিকা।

এতে একটি ক্যালকুলেটর সংযুক্ত থাকবে, যার মাধ্যমে প্রাপ্ত ঋণের বিপরীতে প্রতি মাসে প্রদেয় ঋণ কিস্তির টাকার পরিমাণ হিসাব করে নেয়া যাবে। সবশেষে জানা যাবে এ প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি, ঠিকানা, যোগাযোগের মাধ্যম ইত্যাদি বিষয়।

৪. অ্যাপ নজরুল সঙ্গীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি রক্ষা, জীবন, সাহিত্য,সংগীত ও সামগ্রিক অবদান সম্পর্কে গবেষণা, সৃষ্টিকর্ম সংগ্রহ, সংরক্ষণ, প্রকাশনা ও প্রচার, নজরুল ইনস্টিটিউটের সংগৃহীত গানগুলো শোনা যাবে এই অ্যাপে।

গানগুলো শুনতে ঘরানাভিত্তিক গানের তালিকা থেকে নির্দিষ্ট গানের নাম বাছাই করে দিতে হবে। গানের সঙ্গে জানা যাবে গানের শিল্পী, প্রকাশকাল এবং গানটির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম।

৫.অ্যাপ সঞ্চিতা
এর ম্যাধমে কাজী নজরুল ইসলামের অমর কাব্যগ্রন্থ ‘সঞ্চিতা’ এর কবিতাগুলো পড়া যাবে। অ্যাপ্লিকেশনটি চালু করলে সঞ্চিতা কাব্যগ্রন্থের কবিতাগুলোর তালিকা পাওয়া যাবে।

সে তালিকা থেকে যেকোন একটি কবিতা নির্বাচন করলে পূর্ণাঙ্গ কবিতাটি পিডিএফ রিডারে পড়া যাবে।

৬.ঢাকা চিড়িয়াখানা
ঢাকা চিড়িয়াখানার বিভিন্ন পশুপাখির ছবিসহ তালিকা এবং তাদের জীবনপ্রণালী সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য জানা যাবে এ অ্যাপ্লিকেশন ব্যবহার করে।

সঙ্গে চিড়িয়াখানায় প্রবেশ ও অন্যান্য মূল্যহার, ভ্রমণ বিষয়ক নির্দেশনা, সময়সূচী এবং অভ্যন্তরীণ মানচিত্র দেখার সুবিধা যুক্ত হয়েছে। রয়েছে প্রতিষ্ঠানটির ঠিকানা, ফোন নম্বর এবং জিআইএস ম্যাপে প্রতিষ্ঠানটির অবস্থান।

৭.অ্যাপ সরকারি সেবা
এতে সরকারি বিভিন্ন সেবা যেমন কৃষি, মৎস্য ও প্রাণি, নিরাপত্তা ও শৃঙ্খলা, প্রকৌশল ও যোগাযোগ, ভাতা ঋণ, অনুদান, বিতরণ, পুনর্বাসন, ভূমি ইত্যাদি বিষয়ক প্রয়োজনে পদ্ধতি, প্রয়োজনীয় কাগজ-পত্র, আবেদন প্রক্রিয়া, শর্তাবলী ও ফি, প্রাপ্তিস্থান ও সময় এবং এ বিষয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগযোগের পদ্ধতি জানা যাবে।

অ্যাপ্লিকেশনে সরকারি বিভিন্ন খাত এবং সেবার ধরন অনুসারে এই সেবাগুলো খুঁজে পাবার ব্যবস্থা যুক্ত হবে।

৮. অ্যাপ বিটিআরসি
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর পরিচিতি, বিটিআরসি আইন-২০১০,বিভিন্ন সেবাখাত ও তার বিবরণ এবং দেশে ফোন ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান জানার পাশাপাশি অভিযোগ দাখিল করা যাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে।

জানা যাবে টেলিকমিউনিকেশন বিষয়ক দেশি ও আন্তর্জাতিক নানা সম্মেলন ও অনুষ্ঠানের খবরাখবর। এরসাথে সম্প্রতি শেষ হয়ে যাওয়া ‘সিটিও এ্যানুয়াল ফোরাম ২০১৪’ আন্তর্জাতিক সম্মেলনটির যাবতীয় তথ্যাদিও অন্তর্ভূক্ত হয়েছে এই ভার্সনে।

৯. অ্যাপ কপিরাইট আইন
‘কপিরাইট আইন – ২০০০’ সম্পূর্ণ পড়া যাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। আগ্রহী কপিরাইট প্রার্থী কোন একটি নির্দিষ্ট সৃজনশীল কর্ম সংরক্ষণে কপিরাইট অনুমোদনের আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন।

জানা যাবে ফর্ম পূরণ করার নির্দেশাবলী, সংযুক্তি এবং ফর্ম জমাদানকারী অফিসের ঠিকানা। সঙ্গে পাওয়া যাবে ঢাকাস্থ কপিরাইট অফিসের যোগাযোগের ঠিকানা এবং জিআইএস ম্যাপে কপিরাইট অফিসের অবস্থান।

১০. অ্যাপ আর্কিওলজী অব বাংলাদেশ
দেশীয় গৌরবময় ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ সংরক্ষণ, প্রচার এবং বিস্তারে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল নৃতাত্ত্বিক নিদর্শনগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে।

জেলাভিত্তিক তালিকা থেকে নির্দিষ্ট প্রতœতাত্ত্বিক নিদর্শন বাছাই করলে ছবিসহ এ নিদর্শনগুলোর সংক্ষিপ্ত পরিচিতি পাওয়া যাবে এতে। পাশাপাশি সরকরি তত্ত্বাবধানে পরিচালিত নিদর্শনস্থানগুলোর ভ্রমনের সময়সূচী, সংক্ষিপ্ত বিবরণ,ছবি এবং ভিডিও দেখার সুবিধা থাকবে।

১১. অ্যাপ সরকারি গণগ্রন্থাগার
দেশের সকল বিভাগীয় এবং জেলা সরকারি গণগ্রন্থাগারগুলো ব্যবহারের সময়সূচী, বইয়ের সংখ্যা, পত্রিকা এবং সাময়িকীর তালিকা, বিভিন্ন সম্প্রসারণমূলক কার্যক্রম, গ্রন্থাগার সেবাসমূহ, ভবনের আয়তন, পাঠকক্ষের সংখ্যা, যোগাযোগের ঠিকানা ইত্যাদি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা যাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে।

সঙ্গে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সংক্ষিপ্ত পরিচিতিসহ নানা সময়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার তালিকা, নতুন সংযোজিত বইয়ের তালিকা, মিলনায়তন ভাড়া নেয়ার প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রাপ্তির ব্যবস্থা থাকবে। পাশাপাশি গ্রন্থাগার সংশ্লিষ্ট বিভিন্ন সেবা সংক্রান্ত আবেদন ফরম ডাউনলোডের ব্যবস্থা থাকবে।

১২. অ্যাপ টেক্সটাইল ক্যালকুলেটর
অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বস্ত্র শিল্পের প্রয়োজনীয় বেশ কিছু কার্যপ্রক্রিয়ার যেমন অটোকনার, রিং ফ্রেম, সিমপ্লেক্স, ফিনিসার ড্রয়িং, কম্বার, ল্যাপ ফর্মার, ব্রেকার ড্রইং ইত্যাদি সম্ভাব্য হিসাব বের করা যাবে।

প্রদত্ত তালিকা থেকে নির্দিষ্ট কার্যপ্রক্রিয়া বাছাই করে প্রয়োজনীয় তথ্য ইনপুট করলে অ্যাপ্লিকেশনটি কাজ সম্পন্ন হবার একটি সম্ভাব্য সময় জানিয়ে দিবে।

১৩. অ্যাপ প্রাইজবন্ড
প্রাইজবন্ড হচ্ছে সরকারের একটি সুদমুক্ত বিনিয়োগ পদ্ধতি। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে প্রাইজ বন্ডের ফলাফল জানা যাবে।
অ্যাপ্লিকেশন ব্যবহারকারী একটি অথবা একই সিরিয়ালের একাধিক নাম্বার ইনপুট করলে সর্বশেষ ৭ টি ড্রয়ের মধ্যে নির্দিষ্ট নাম্বারটি পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছে কিনা তা জানতে পারবেন।

১৪. অ্যাপ ই-জয়ীতা
নারী ও শিশুর সার্বিক অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন ও সামগ্রিক উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরণে ধানমন্ডির রাপা প্লাজায় স্থাপিত হয়েছে ‘জয়ীতা’ বিপনন কেন্দ্র।

অ্যাপ্লিকেশনটির মাধ্যমে জয়ীতা বিপণন কেন্দ্রের পণ্যগুলো দেখা এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। ক্রেতারা অ্যাপ্লিকেশনটিতে বিভিন্ন ক্যাটাগরিভিত্তিক পণ্যের তালিকা দেখতে পাবেন।

এ তালিকা থেকে পছন্দের পণ্যটি নির্বাচন করলে পণ্যের নাম, উপকরণ, দাম ইত্যাদি প্রয়োজনীয় তথ্যাদি পাওয়া যাবে।

১৫. অ্যাপ অফিসের ব্যায়াম
যারা দীর্ঘক্ষণ অফিসে বসে কাজ করেন, এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে তারা কাজের অবসাদ কাটানোর বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। অ্যাপ্লিকেশনটিতে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের তালিকা অনুযায়ী বেশ কিছু ব্যায়ামের নির্দেশনা রয়েছে।

ব্যববহারকারী শরীরের নির্দিষ্ট প্রত্যঙ্গ নির্বাচন করলে সেই অংশ সংশ্লিষ্ট ব্যায়ামের নির্দেশনা পেতে পারবেন। নির্দেশনা প্রদানে অ্যাপ্লিকেশনটিতে অডিও ভিজ্যুয়াল ফুটেজ ব্যবহার হয়েছে।

১৬. অ্যাপ এফডিসি
ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এ দেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে যোগাযোগ করা যাবে। পাওয়া যাবে দেশের বিভিন্ন স্থানের সিনেমা হল এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম, ঠিকানা এবং যোগাযোগের নাম্বার।

আগ্রহী নির্মাতারা চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সেবার সার্ভিস চার্জ জানার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের অনুমতি চেয়ে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।

দেখা যাবে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার ট্রেইলার। সবশেষে জানা যাবে জিআইএস ম্যাপে প্রতিষ্ঠানটির অবস্থানসহ যোগাযোগের ঠিকানা।

১৭. অ্যাপ জাতীয় জাদুঘর
অ্যাপ্লিকেশনটিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংক্ষিপ্ত পরিচিতি পাওয়া যাবে। সঙ্গে জানা যাবে জাতীয় জাদুঘরসহ দেশের অন্যান্য জাদুঘরগুলো প্রদর্শনের সময়সূচী, টিকেটের মূল্য এবং জিআইএস ম্যাপে জাদুঘরের অবস্থান।

দেখা যাবে জাতীয় জাদুঘরের আলাদা আলাদা ৪২টি গ্যালারীর আলোকচিত্র। সঙ্গে এ জাদুঘরের অডিটোরিয়াম ভাড়া নেয়ার নিয়মাবলী এবং তার আবেদনফরম ডাউনলোড করা যাবে।

এ ছাড়াও বিশেষ বিশেষ নিদর্শনগুলোর ছবি দেখার ব্যবস্থাও অ্যাপ্লিকেশনটিতে যুক্ত থাকবে।

১৮.অ্যাপ ১৯৭২ এর সংবিধান
দেশের সর্বপ্রথম সংবিধান প্রণীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর। রাষ্ট্রীয় প্রয়োজনে বর্তমান সংবিধানে নানা ধরণের পরিবর্তন আসলেও ৭২ সালের হাতে লেখা সংবিধানটি বাঙ্গালীর জাতীয় জীবনে একটি ঐতিহাসিক মর্যাদা রাখে।

অ্যাপ্লিকেশনটিতে ১৯৭১ সালে হাতে লেখা সংবিধানটি পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে। আগ্রহী ব্যাক্তি পিডিএফ রিডার ব্যবহার করে সংবিধানটি পড়তে ও ডাউনলোড করতে পারবেন।

১৯. অ্যাপ নদ-নদীর তথ্য
বাংলাদেশের বুকচিরে জালের মতো বয়ে চলা নদীগুলোর নামের তালিকা, তার অবস্থান এবং নদী সংশ্লিষ্ট কিছু প্রাথমিক তথ্যাদি নিয়ে সাজানো হয়েছে এই অ্যাপ্লিকেশনটি।

এখানে প্রতিটি নদীর উৎস থেকে শুরু করে, তার গতিপথ, সংযোগকারী এলাকাসমূহ, পানি প্রবাহ এবং পতিত মুখ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি স্থানীয় মানচিত্রে নদীটির অবস্থান দেখা যাবে।

২০. অ্যাপ হসপিটাল ফাইন্ডার জরুরী সময়ে দ্রুত হাসপাতাল খুঁজে পেতে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে।

অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করলে শুরুতে ঢাকার কিছু হাসপাতালের লোকেশন দেখা যাবে। জিপিএস সার্ভিস চালু করে ব্যবহারকারীর অবস্থানের নিকটবর্তী হাসপাতালগুলোর অবস্থান জানা যাবে। এছাড়াও পাওয়া যাবে ঢাকার বাইরের হাসপাতালগুলোর তালিকা এবং যোগাযোগের নম্বর।

২১. অ্যাপ ইমিউনাইজেশন এলার্ট
অ্যাপটি ব্যবহার করে নবজাতকের বিভিন্ন ধরণের টিকাদানের সময়সূচী সম্পর্কে তথ্য সংগ্রহ করা যাবে। এক্ষেত্রে শুরুতে নবজাতকের জন্মতারিখ এবং টিকাদানের নির্দিষ্ট দিন কখন এলার্ম বাজবে তা ইনপুট করে দিলে কবে কোন টিকা প্রদান করতে হবে তার তালিকা পাওয়া যাবে।

সেইসাথে টিকাদানের দিন নির্দিষ্ট সময়ে এলার্মের মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করে দেয়ার ব্যবস্থা থাকবে।

২২. অ্যাপ মাদকদ্রব্য ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ মাদকের ভয়াল পরিণতি থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে মাদকের কুফল এবং সন্তানদের মাদকের হাত থেকে রক্ষা করতে অভিভাবকের করণীয় সম্পর্কে জানা যাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে।

পাশাপাশি মাদকাসক্তির লক্ষণসমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে। মাদকাসক্ত ব্যাক্তির নিরাময়ের লক্ষ্যে দেশের প্রথিতযশা নিরাময় কেন্দ্রগুলোর তালিকা, ঠিকানা, যোগাযোগের মাধ্যম এবং জিআইএস ম্যাপে প্রতিষ্ঠানের অবস্থান জানা যাবে।

২৩. অ্যাপ ভাসমান পদ্ধতিতে সবজি ও মশলা চাষ
দেশের ক্রমবর্ধমান কৃষিজ চাহিদা মেটাতে বিকল্প চাষাবাদ পদ্ধতি সম্প্রসারণে নির্মিত এ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ভাসমান পদ্ধতিতে সবজি ও মশলা চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে।

অ্যাপ্লিকেশনে ভাসমান পদ্ধতিতে চাষাবাদের কিছু প্রাথমিক আলোচনাসহ এ পদ্ধতিতে চাষোপযোগী ফসল, সুবিধা এবং দেশীয় অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে জানা যাবে।

পাশাপাশি চাষাবাদ পদ্ধতি, বেড বানানোর পদ্ধতি, বেড ব্যবস্থাপনা বিষয়েও প্রায়োগিক দিকনির্দেশনা পাওয়া যাবে।

২৪. অ্যাপ রুফ গার্ডেনিং
নিতান্তই শখের বশে বা বাড়তি আয়ের উদ্দেশ্যে বাড়ির ছাদে বাগান করার যাবতীয় কলাকৌশল সম্পর্কে জানা যাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে।

ছাদে রোপনযোগ্য গাছের ধরণ, গাছ রোপন পদ্ধতি, পরিচর্যা, সেচ এবং রক্ষণাবেক্ষণের সকল কার্যপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এই অ্যাপ্লিকেশনটি থেকেই পাওয়া যাবে।

২৫. অ্যাপ ইনসেক্ট কন্ট্রোল অব ক্রপ
বিভিন্ন আবাদী ফসলকে অযাচিত পোকামাকড় ও রোগবালাইয়ের হাত থেকে রক্ষা করতে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে।

অ্যাপ্লিকেশনের বর্তমান ভার্সনে ধান, পাট, আলু, টমেটো, আম ও আখের নানা ধরণের রোগ ও পোকামাকড়ের ছবিসহ বর্ণনা এবং এগুলো প্রতিরোধের উপায় সম্পর্কে জানা যাবে।

ব্যবহারকারী প্রয়োজনে সমস্যার ছবি ও ভিডিও আপলোড করে বিশেষজ্ঞের পরামর্শ প্রাপ্তির জন্য আবেদন করতে পারেন।

ছবি
ডাউনলোড