বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ বিকালে। এনটিআরসিএ সূত্র জানায়, ফলাফল তৈরীর কাজ শেষ হয়েছে। ফলাফল প্রকাশ করা হয়েছে। ১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষা গত ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় স্কুল পর্যায়ে দুই লাখ ৯০ হাজার ৮৯ জন ও কলেজ পর্যায়ে এক লাখ ৫০ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তা ছাড়া কৃতকার্য প্রার্থীদের ফল টেলিটক বিডি লিঃ কর্তৃক SMS-এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস