এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৪শে এপ্রিল ২০১৩ ইং তারিখে সংঘঠিত রানা প্লাজা ভবনধ্বসে যে সকল ক্ষতিগ্রস্থ নিহত শ্রমিকের পরিবারবর্গ ও আহত শ্রমিকদের (তৃতীয় তলা/নিউ ওয়েভ বটম বাদে) ক্ষতিপূরণ প্রদানের আবেদন গ্রহণের জন্য স্থাপিত রানা প্লাজা ক্লেইমস এডমিনিষ্ট্রেশন অফিস, ক্যান্টনম্যান্ট বোর্ড অফিস (পুরাতন), সাভার ক্যান্টনম্যান্ট-সাভার এ তাদের ক্ষতিপুরণ আবেদনপত্র পুরণ করেননি, তাদের অত্র বিজ্ঞপ্তি প্রকাশের ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করে আবেদনপত্র পুরণ ও ব্যাংক একাউন্ট খোলার জন্য নির্ধারিত তারিখ ও সময় জেনে নিতে অনুরোধ করা হচ্ছে।
০১৭৩৩৩৩৬০২২
(রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকাল ৫টা এর মধ্যে)
যারা ইতিমধ্যে আবেদনপত্র পুরণ করেছেন, তাদের জন্য এই বিজ্ঞপ্তি প্রযোজ্য নয়। উল্লেখ্য যে, রানা প্লাজা ক্লেইমস এডমিনিষ্ট্রেশন অফিস এর সাভার ক্যান্টনম্যান্ট ব্যাতিত অন্য কোন শাখা অফিস বা আর কোথাও কোন প্রতিনিধি নেই।
অনুরোধক্রমে,
রানা প্লাজা ক্লেইমস এডমিনিষ্ট্রেশন অফিস
সাভার ক্যান্টনম্যান্ট, সাভার-ঢাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস