অদ্য
০৪/১১/২০১৮ খ্রি: তারিখ সকাল ১১:০০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারী কর্তৃক জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করা হয়। ইউপি চেয়ারম্যান জনাব মো: শহিদুল ইসলাম রানা ও ইউপি সচিব জনাব মোহাম্মদ আব্দুল গফুরকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত পাওয়া যায়। দুইজন উদ্যোক্তা জনাব সিন্দুমনি সরকার ও মোছাঃ সুমা বেগম-কে কর্মরত পাওয়া যায়। উদ্যোক্তা জনাব সিন্দুমনি সরকার জানান, গত 2011 সালে এই সার্ভিস সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি 201১ খ্রি: তারিখ হতে দায়িত্বরত আছেন। মহিলা উদ্যোক্তাও 201৮ সাল হতে দায়িত্বরত আছেন। উদ্যোক্তা দুইজনের পাশাপাশি বিকল্প একজন উদ্যোক্তা নিয়োজিত রয়েছেন মর্মে জানা যায়। ইউপি অফিসের মধ্যেই একটি কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম চলছে। কর্মরত উদ্যোক্তারা জানান, তাদের মাসিক আয় প্রায় 11,000/-(এগার হাজার)টাকা। পরিদর্শনের দিন তথা ০৪/১১/2018 খ্রি: তারিখে পরিদর্শনকালীন সময় পযন্ত তারা ৩70/-(তিন শত সত্বর) টাকা আয় করেছেন বলে জানান। সেন্টারে ২টি ল্যাপটপ কম্পিউটার, 1টি ডেস্কটপ কম্পিউটার, ১টি কম্পিউটার চেয়ার, ৩টি প্রিন্টার, 1টি ক্যামেরা, 1টি প্রজেক্টর ও 1টি মডেম এবং 480 ওয়াটের একটি সোলার প্যানেল রয়েছে। তন্মধ্যে, সোলার প্যানেল বিকল রয়েছে বলে উদ্যোক্তা জনাব সিন্দুমনি জানান।
মন্তব্য :
1) বিধি মোতাবেক দু’জন বিকল্প উদ্যোক্তা প্রস্তুত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার, জগন্নাথপুর ও চেয়ারম্যান, রানীগঞ্জ ইউপিকে অনুরোধ করা হলো।
2) ডিজিটাল সেন্টারের বিকল উপকরণগুলো সচল করতে কিংবা প্রয়োজনে নতুন উপকরণ প্রতিস্থাপনের জন্য উপজেলা নির্বাহী অফিসার, জগন্নাথপুর ও চেয়ারম্যান, রানীগঞ্জ ইউপিকে অনুরোধ করা হলো।
3) ডিজিটাল সেন্টারটি সার্বক্ষণিক সচল রেখে আন্তরিকতার সহিত নিয়মিত দায়িত্ব পালনের জন্য উদ্যোক্তাদের অনুরোধ করা হলো।
4) উপজেলা নির্বাহী অফিসার, জগন্নাথপুর ও ইউপি চেয়ারম্যান, রানীগঞ্জকে তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেন্টারের সেবা সম্পর্কে অবহিত করার উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
(মোহাম্মদ এমরান হোসেন)
উপ পরিচালক
স্থানীয় সরকার, সুনামঞ্জ।
'০৮৭১-৬1615
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস