নভেম্বর/১৫ সাধারন সভার নোটিশ
এত দ্বারা সম্মানীত সকল সদস্য/সদস্যাদের জানানো যাচ্ছে যে, আগামী ১১-১১-২০১৫ খ্রি: তারিখে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ১১.০০ ঘঠিকায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নভেম্বর/১৫ মাসের সাধারন সভা অনুষ্টিত হবে। উক্ত সভায় আপনাকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ করা হলো।
আলোচ্য সূচীঃ-
১. বিগত সভার কায বিবরণী পাঠ ও অনুমোধন
২. অডিট প্রতিবেদন প্রকাশ
৩. এসেসমেন্ট অনুমোধন
৪. ইউ ডি সি বিষয়ক আলোচনা
৫, জন্ম-মৃত্যু নিবন্ধক বিষয়ক আলোচনা
৬. বিবিধ আলোচনা
প্রাপক
জনাব--------------------
সদস্য/সদস্যা, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ।
(মো: মজলুল হক)
চেয়ারম্যান
৬ নং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ জগন্নাথপুর,সুনামগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস