Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়
বিস্তারিত

রানীগঞ্জ ইউনিয়নের সংলগ্ন ০৫নং ওয়ার্ডের মধ্যে উক্ত প্রতিষ্টানটি অবস্থিত । রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেনি থেকে ১০ম শ্রেনি পর্যন্ত ক্লাস চালু আছে, এবং প্রতি ক্লাসে ২(দুই)জন করে শিক্ষকের কথা থাকলে ও ক্লাস প্রতি ১(এক)জন বা কিছু কিছু ক্লাসের শিক্ষক কম থাকায় অন্যান্য শিক্ষক ক্লাস পরিচালনা করেন। ৬ষ্ট শ্রেনিতে প্রায় ২৫০(দুইশত পঁঞ্চাশ)জন ছাত্র-ছাত্রী আছে, ৭ম শ্রেনিতে প্রায় ২০০(দুই শত) ছাত্র-ছাত্রী এবং ৮ম শ্রেনিতে প্রায় ১৮০(এক শত আশি)জন ছাত্র-ছাত্রী, ও ৯ম শ্রেনিতে প্রায় ১৫০(একশত পঞ্চাশ)জন ছাত্র-ছাত্রী এবং ১০ম শ্রেনিতে প্রায় ১৪০(একশত চল্লিশ)জন ছাত্র-ছাত্রী আছে। শিক্ষক সংখ্যা প্রায় ১১(এগার)জন এর মধ্যে প্রাধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এক জন করে আছেন।