রানীগঞ্জ ইউ,পি এর নিকট বর্তী কুশিয়ারা নদী, খেয়া নৌকায় পাড়ি দিচ্ছে অসংখ্য মানুষ ।এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ রানীগঞ্জ বাজারে আসে, উল্লেখ্য যে, প্রতি সোম বার এবং বৃহস্পতি বার রানীগঞ্জ বাজারে হাট বসে। প্রতি সোম বার এবং বৃহস্তপতি বার হাটে গরু প্রচুর পরিমান ক্রয় বিক্রয় হয়, এবং গরু ক্রয় বাবত ক্রেতা ৫০০/-(পাঁচ শত)টাকা দিতে হয় আসিল বা ইজারা বাবত। এছাড়া ক্রেতার ক্রয় অবৈধ্য বলে গন্য হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস